কিছু টাকা ফেরত পাবে এইচএসসি শিক্ষার্থীরা, বলেন শিক্ষা মন্ত্রী ডক্টর দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন এবারের এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কত টাকা ফেরত দেয়া হতে পারে এ বিষয়ে এখনো জানা যায়নি। যতটাই ফেরত দেওয়া হোক না কেন তা অবশ্যই শিক্ষার্থীদের উপকারে আসবে ।
শনিবার একযোগে এগারটি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় এবার মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থী কে পাস করানো হলো। এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন গতবার এই সংখ্যা ছিল ৪৭ হাজার ২,৮৬ জন তার আগের বার ছিল ২৩ হাজার ২,৬২ জন।
পরীক্ষা না দিয়ে লাখো ছাত্র পেল জিপিএ ৫ । তবে দেখার বিষয় এটাই যে এই জিপিএ ফাইভ শিক্ষার্থীদের আগামী ভবিষ্যতের কতটুকু ভূমিকা রাখতে পারে এই নিয়ে সংকটে আছেন অনেক শিক্ষার্থীরাই। আশা করছি কচুরি ঘুরতে যাবে হাজারো শিক্ষার্থীদের এই ধরনের সংকট।
এবার ইনকাম করুন বাংলায় লিখে। ফেসবুকের মত পোস্ট করে ইনকাম করুন।
উত্তরমুছুনভিজিট: https://blogbuzz.club/?mref=admin