সর্বশেষ

মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

 Rule of satellite channels in society..amarkaj24

Rule of satellite channels in society..amarkaj24


 Rule of satellite channels in society

 Rule of satellite channels in society..amarkaj24

satellite channels have brought a revolution in entertainment . It is both blessing and a curse. With the help of these channels a football or a cricket match played on the other side of the globe can be enjoyed sitting in the drawing room on TV screen. Many scenes and programmes which are detrimental to national culture are broadcast through these channels.


Today the youths watch them and are misguided . Students waste their valuable time by watching these vulgar programmers. Though they get some valuable information through these channels, it cannot be a substitute for serious studies. It is rather a serious attack on local cultures. Besides too much dependence on TV programme destroys the originality in thinking.


Considering all these things the satellite channels should carefully  be maintained . Our children and youths should be encouraged to watch educative and informative programmes.

সোমবার, ৮ মার্চ, ২০২১

Beauties of Nature

Beauties of Nature

amarkaj24-nature-of-beauty

 Beauties of Nature

the beauties of nature are the greatest gifts of God to man. How unlucky are they who cannot enjoy and appreciate nature. Nature is all around us in varied  aspects and shapes. We have the green charming hills, ten snow capped mountains and the rising and setting sun in its varied and glory.


nature is full of beauties and blessing for humanity. the  rivulets, sounding cataracts, the dancing winds, the smiling flowers and the lofty mountains are only some of these beauties. Nature can fill our lives with real joy, goodness and happiness. To a lover of nature, every object, of nature is as much living as human being. That is why wordsworth wrote ''there is a spirit in the woods."

Beauties of nature are unlimited. But unfortunately, the modern man is too much engrossed in worldly pursuits. He is too busy to discover the beauties of nature . He has not time to listen to the singing of the birds, to watch the clouds moving majestically across the sky or to play with the dancing daffodils. He does nit look at the starry heavens; he is dead to the good of wealth. Wordsworth rightly laments.


Nature teaches man the lesson of peace, innocence, purity, love, harmony, simplicity, hope and faith in the glory of god. Wordsworth believes that nature is the greatest store house of wisdom, apart from being a source of enjoy or happiness.


Nature is not only a source of joy, it is also a source of joy , it is also a of education. The fruitful trees teach us to be humble; the mountains teach us to be firm; the flowers teach us to smile and blossom even when we are surrounded by the thorns of life.

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

join bangladesh air force 2021-joinairforce.mil.bd

join bangladesh air force 2021-joinairforce.mil.bd

 join bangladesh air force 2021-joinairforce.mil.bd


join bangladesh air force 2021-joinairforce.mil.bd,join bangladesh air force, bangladesh air force, bangladesh air force job, bangladesh air force job 2021,amarkaj24 job,Bangladesh,Gov Job,new job 2021,new job circular,

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা।

ইঞ্জিনিয়ারিং


মাধ্যমিক বা সমমান উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ,গণিত ও রসায়নে ন্যূনতম গ্রেড "এ" থাকতে হবে।


GCE ও লেভেলে পদার্থ,গণিত ও রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড "বি" এবং GCE "এ" লেভেলের পরীক্ষায় পদার্থ,গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড "বি" থাকতে হবে।


যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল/তড়িৎ প্রকৌশল/ইলেকট্রিক প্রকৌশল/টেলিকমিউনিকেশন/প্রকৌশল/কম্পিউটার প্রকৌশল/রসায়ন পদার্থ প্রকৌশল/ অ্যারোনোটিকাল (এ্যারোস্পেস বা এ্যাভিওনিক্স) প্রকৌশল-এ ৩০ জুন ২০২০ তারিখের পূর্বে কমপক্ষে সিজিপিএ ৩.০০ সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে।

এটিসি

মাধ্যমিক বা সমমান উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম গ্রেড "এ" থাকতে হবে।


GCE ও লেভেলে পদার্থ,গণিত ও রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড "বি" এবং GCE "এ" লেভেলের পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড "বি" থাকতে হবে।


যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ ও গণিত সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।


এডিডব্লিউসি

মাধ্যমিক বা সমমান উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম গ্রেড "এ" থাকতে হবে।


GCE ও লেভেলে পদার্থ,গণিত ও রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড "বি" এবং GCE "এ" লেভেলের পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড "বি" থাকতে হবে।


যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ ও গণিত সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।


Bangladesh air force এর আবেদনকারীর প্রশিক্ষণ/কমিশন।

bangladesh air force একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে কমিশন প্রধান হবে। ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশনের তারিখ হতে দুই বছর ছয় মাসের প্রবীণতা প্রদান করা হবে। 


নাগরিকত্ব:             বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।


বৈবাহিক অবস্থা:         অবিবাহিত বা বিবাহিত।


বয়স :             20 থেকে 30 বছর (২৫শে জুলাই ২০২১ তারিখে), বয়সের 

ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।


উচ্চতা পুরুষ প্রার্থী :     কমপক্ষে ৬৪ ইঞ্চি হতে হবে।  বুকের মাপ কমপক্ষে ৩২ 

ইঞ্চি হতে হবে। প্রসারণ 2 ইঞ্চি হতে হবে।


উচ্চতা মহিলা প্রার্থী :     জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি হতে হবে। অন্যান্য কমপক্ষে 

৬২ ইঞ্চি হতে হবে। বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি হতে 

হবে।প্রসারণ 2 ইঞ্চি হতে হবে।


ওজন :             বয়স ও উচ্চতা অনুযায়ী।


চোখ এর দৃষ্টিশক্তি :    জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দুই চোখের দৃষ্টিশক্তি 6/6 

এবং colour perception standard-I. অন্যান্য শাখার 

প্রার্থীদের জন্য বিধি অনুসারে।



Bangladesh air force আবেদনকারী নির্বাচন পদ্ধতি 

  1. প্রার্থমিক লিখিত পরীক্ষা : আইকিউ, ইংরেজি, গণিত, অপদার্থ।

  2. প্রাথমিক ডাক্তারি পরীক্ষা।

  3. প্রাথমিক মৌখিক পরীক্ষা।

  4. অন্তবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)।

  5. কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।

  6. ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।

বি.দ্র. পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল,ক্যালকুলেটর,ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। 


প্রার্থীদের আবেদন সঠিকভাবে পূরণে করনীয় :

পরীক্ষার সময় নিম্নবরর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

১.সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসা পত্র এবং নম্বরপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।

২.নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।

৩. সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি, (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে)।

৪. বর্তমান অবস্থা বা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃপক্ষ প্রদত্ত চারিত্রিক সনদপত্র। 

৫. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পার্থীর জন্য অনুমোদিত পত্র।

৬. জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। 

৭. খেলা বা বিভাগীয় পর্যায়ের খেলাধুলার কোন কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি।

৮. দাবীকৃত সম্মানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।


সরকারি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে "Apply Now" এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন ফ্রি বাবদ ১০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।


প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রার্থমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা ওটা কারের ১২ কপি সত্যায়িত ছবি। (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে)। শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র জমা দিতে হবে। 


অনলাইনে আবেদনের সময়সীমা ১২ই নভেম্বর ২০২০ থেকে ২৮শে এপ্রিল ২০২১ পযন্ত।


প্রশিক্ষণ চলাকালীন বিশেষ সুযোগ-সুবিধাঃ প্রশিক্ষণ চলাকালীন অফিসার ক্যাডেট দের মাসিক বেতন 10,000/- টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।


প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইডিপি) এর অধীনে বিএসসি বা (সম্মান) এরোনটিক্স ডিগ্রী অর্জন।


join bangladesh air force 2021-joinairforce.mil.bd,join bangladesh air force, bangladesh air force, bangladesh air force job, bangladesh air force job 2021,amarkaj24 job,Bangladesh,Gov Job,new job 2021,new job circular,


পার্থীর অন্যান্য অযোগ্যতা। 

  • সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। 
  • আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রীন্ড আউট অথবা দুইবার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীনড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীর আবেদন করতে পারবেন)।
  • যেকোনো ফোজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। 
  • সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত। 
  • প্রার্থীর জন্য বয়স ১৯ বছর হওয়ার পূর্বে Refrative Surgery করা হলে গ্রহনযোগ্য নয়। 


More job:

university job circular

bangladesh army job circular 2021

Grameen phone  job circular 2021

Bangladesh air force অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুবিধা সমূহ।

ক্যারিয়ার : বিমানবাহিনীতে ইঞ্জিনিয়ার, ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। 

বিদেশে প্রশিক্ষণ : প্রশিক্ষণ প্রাপ্তির পর পেশাগত প্রশিক্ষণ এর জন্য বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে।

উচ্চ শিক্ষার সুবিধা : বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল দেশ-বিদেশে মাস্টার্স এবং পিএইচডি উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে।

সন্তানদের অধ্যায়নের সুযোগ : সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিএউপি,আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম অধ্যায়নের সুযোগ রয়েছে।

দেশ দূতাবাস : বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে সামরিক অথবা সরকারি সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ রয়েছে।

জাতিসংঘ মিশন : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সুযোগ রয়েছে।

বাসস্থান ও রেশন : নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে।

যাতায়াত : বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারে করে যাতায়াতের সুযোগ রয়েছে। 

চিকিৎসা : সামরিক হাসপাতালে নিজের সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ রয়েছে। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা-মাতা শ্বশুর-শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।

গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট : শর্ত সাপেক্ষে সুদমুক্ত ঋণ ও ডিওএইচএস-এ প্লট প্রাপ্তির সুযোগ রয়েছে।


You will get all job news here at (https://amarkaj24.blogspot.com) So don’t worry to get further notices about join bangladesh air force 2021


শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

BUP Admission Circular 2020-21| Get Your Admit Card

BUP Admission Circular 2020-21| Get Your Admit Card

BUP Admission Circular 2020-21| Get Your Admit Card


BUP Admission Circular 2020-21| Get Your Admit Card



সম্প্রতি শুরু হয়েছে BUP Admission Circular 2020-21 আমরা আমাদের ব্লগের মাধ্যমে যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের সকল প্রশ্নের উত্তর গুলো দেওয়ার। এবং যথাসম্ভব চেষ্টা করেছি সকল কিছু আপনাদেরকে গুছিয়ে বুঝানোর জন্য।

আপনি আমাদের এই পোস্টটি পড়েছেন তার মানে আপনি BUP Admission Circular 2020 নিতে ইচ্ছুক বা এই সম্পর্কে জানতে ইচ্ছুক। সম্পর্কে সকল কিছু জানতে চান তাহলে আমাদের এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন নিচে আমাদের মূল পোস্টের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে সকল কিছু বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

BUP admission circular 2001.
BUP admission circular 2019 download.
Bangladesh university of professionals admission
Depositing Application Processing Fee
Submit your application by internet
Admission Test Routine:
how to get Admit Card?
how to admission in following course
important information
Bangladesh university provisionals admission result.


Admission Test Routine

Date

Time

Faculty

26th February 2021

10.00 am

Faculty of Science and Technology

26th February 2021

03.00 pm

Faculty of Arts and Social Sciences

27th February 2021

10.00 am

Faculty of Security and Strategic Studies

27th February 2021

03.00 pm

Faculty of Business Studies




You will get all education news here at (https://amarkaj24.blogspot.com) So don’t worry to get further notices about BUP Admission Circular 2020.

bup mba admission circular 2020-21|bup masters program

bup mba admission circular 2020-21|bup masters program

bup mba admission circular 2020-21|http://admission.bup.edu.bd


bup mba admission circular 2020-21|http://admission.bup.edu.bd,Application Processing Fee is Taka 750.00 (seven hundred fifty) only for each faculty

bup mba admission circular 2020-21 ২০১৯ এবং ২০২০ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি/ডিগ্রি, প্রোগ্রামের জন্য আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে । একজন শিক্ষার্থী যে কোনো একটি অনুষদে ভর্তির জন্য আবেদন করতে পারেন । তবে এই বছর শিক্ষার্থীদের দিতে হতে পারে লিখিত ভর্তি পরীক্ষার। লিখিত ভর্তি পরীক্ষা দিতে হলে, এর সংক্রান্ত তথ্য গুলি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।


০২ এ ফেব্রুয়ারি ২০২১ থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে ১৬ই ফেব্রুয়ারি ২০২১। যদি আপনি যোগ্য শিক্ষার্থী হন এবং আবেদন উত্তীর্ণ হতে পারেন তাহলে এর ফলাফল জানতে পারবেন ২০ শে ফেব্রুয়ারি। আমি দুনিয়া উত্তীর্ণ হওয়ার পর আপনার পরবর্তী করণীয় জানতে পারবেন । এবং ২৬ শে ফেব্রুয়ারি দিতে হতে পারে আপনাকে bup mba admission circular 2020 এর ভর্তির পরীক্ষা।

আপনি  bup mba admission circular 2020-21 ভর্তি সহজ করার জন্য নিম্নলিখিত কোর্সে ভর্তি হতে পারেন :

অর্থনীতিতে বিএ/বিএসএস (অনার্স)
পাবলিক প্রশাসন।
ইংরেজি।
উন্নয়ন অধ্যয়ন।
দুর্যোগ মানব সুরক্ষা ব্যবস্থাপনা


শিক্ষাগত যোগ্যতা /শিক্ষার প্রয়োজনীয়তাঃ

bup mba admission circular 2020-21 ভর্তি হতে হলে ২০১৯ এবং ২০২০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নিম্নলিখিত শর্ত গুলি সম্পাদক করলে আবেদন করতে যোগ্য হবে।

বিজ্ঞান বিভাগে যোগ্যতাঃ
এসএসসিতে ন্যূনতম সিজিপিএ ৫.০০ এবং বিজ্ঞান গ্রুপ থেকে এইচএসসি তে ৪.৭৫ থাকতে হবে।

বিজনেস স্ট্যাটাস বিভাগে যোগ্যতাঃ
এসএসসিতে ন্যূনতম সিজিপিএ  ৪.২৫ এবং এইচএসসি/ সমমানের পরিক্ষায় জিপিএ ৪.০০ থাকতে হবে।

মানবিক বিভাগে যোগ্যতাঃ
এসএসসি/সমমানের পরিক্ষায় ন্যূনতম সিজিপিএ  ৪.০০ এবং এইচএসসি/ সমমানের পরিক্ষায় জিপিএ ৩.৫৫ থাকতে হবে।

নূন্যতম গ্রেড পয়েন্ট ২.৫০ (গড়) জিসিই ও স্তরে এবং ২. জিসিই এ স্তরে।

জেনারেল সার্টিফিকেট অব এডুকেশন (জিসিই) ‘ও’ এবং ‘এ’ স্তরের প্রার্থীদের অবশ্যই যথাক্রমে নূন্যতম ০৫ (পাঁচ) এবং ০২ বিষয়ে উত্তীর্ণ হতে হবে। নিম্নলিখিত স্কেলের ভিত্তিতে মোট নূন্যতম ২.৫ পয়েন্ট থাকতে হবে।

Average grade point is intended by declare aging grade points 5 best grades including Mathematics for O’ Level and 3 best grades for A’ Level. Letter grades of O’ Level & A’ Level subjects are transformed to grade point as A = 4, B = 3, C = 2 & D = 1.


bup mba admission circular 2020-21 Apply Process:

Application Processing Fee is Taka 750.00 (seven hundred fifty) only for each faculty (faculty comprises maximum of six departments).

Application processing fee must be deposited online through your preferred Card/Mobile Financial Services/Internet Banking. Service Charge is applicable. Detailed Payment procedure is available at “How to Apply” link on admission website admission.bup.edu.bd.

Detailed application procedure for concerned faculties can be found at “Admission” link of BUP Website www.bup.edu.bd.


Please read instructions carefully before apply.

Step-1: Depositing Application Processing Fee

Applicants have to Deposit TK 700 (Three Hundred for each program) Cash for BBA Candidates at any Branch of Trust bank- “Admission, FBS, BUP” A/C Number, 0028-0310045820. Must mention the trace number and web application form deposition date and also ask the person to post or transfer the money immediately at bank counter and get trace number.

Applicants also transfer application fee via Mobile, if they have Trust bank Mobile Account.

Or Electronic Money Order by Post Office –

Applicants have to Send TK 300 for BBA program and 1000 for MBA program through e-money order from any post office of Bangladesh. Must mention on the envelop followings issue-

(a) Recipient name: Dean, FBS

(b) Recipient address- BUP, Mirpur Cantonment, Dhaka-1216.

(c) Receiver mobile number is 01769021700. After deposition will get 16 digit TPIN ID in mobile phone. Mention this TPIN ID number and web application form deposition date.


Step-2: Submit your application by internet

Applicants can apply by BUP official website at www.bup.edu.bd. Go to CURRENT OPENING, Choose your desired program then Click on Read More & Apply Online, then click on Apply Online. Fill in the required information then click on Next Step. Get account activation link in given email address (don’t forget to check your Spam box) and click on that.

Get login User ID and Password in a confirmation reply in given email address. Log on with that user id and password and fill in all fields and click on Submit button. If you want to submit later, use Save button for temporary save. You can edit continuously until the verification is completed. If you use Save button, before Submission, first click on Edit information button.

Check the information by logging in to the account:

Verification status

Print admit card

Admission test date, time & seat plan

Result

Important Information:
Application Process End: 16th February 2021

Eligible Candidate List: 20th February 2021

Admission Test: 26th & 27th Febaury 2021


Admission Test Result for Merit List: within 7 days after written exam

Viva-voce: 08-15 March 2021

Admission Date: not yet fixed

Admission Test Routine

How to Get Admit:

After verification application information then check application status. Get an admit card then print the admit card for written admission exam.

পরীক্ষার হলে যে সকল নথি গুলো বহন করতে হবে /Documents Need to Carry in The Exam Hall:

প্রিন্ট করা প্রবেশপত্র।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সত্যায়িত যাচাইকরণ করা ফটোকপি।

ব্যাংকে টাকা জমা দেওয়ার মুসলিম।

আবেদনকারীদের অবশ্যই লিখিত পরীক্ষা হলে নিম্নলিখিত নথি গুলো আনতে হবে।

সত্যায়িত পাসপোর্ট আকারের 3 কপি রঙিন ছবি পিছনে নাম লিখিত।

এইচএসসি ও সমমান পরীক্ষার অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড।

মুক্তিযোদ্ধার সন্তান হলে সার্টিফিকেটের মূল কপি সাথে আনতে হবে। 


Application By Internet


অন্যান্য সত্যায়িত করণ যে নথি গুলো প্রয়োজন হবে/Other attested documents:

এসএসসি বা সমমানের মার্কশিট

এইচএসসি বা সমমানের মার্কশিট

ব্যাংকে জমা বা ডাকের অর্থের রশিদের  অনুলিপি।

You will get all education news here at (https://amarkaj24.blogspot.com) So don’t worry to get further notices about BUP Admission Circular 2020.


বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

৫টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ১৪৩৯জনকে নিয়োগ দেওয়া হবে।

৫টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ১৪৩৯জনকে নিয়োগ দেওয়া হবে।

ব্যাংকার্স সিলেকশন  কমিটির সদস্য ভুক্ত ৫টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ১৪৩৯জনকে নিয়োগ দেওয়া হবে।  আগ্রহীরা আগামী ২২ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

ব্যাংকার্স সিলেকশন  কমিটির সদস্য ভুক্ত ৫টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ১৪৩৯জনকে নিয়োগ দেওয়া হবে।  আগ্রহীরা আগামী ২২ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।


ব্যাংকার্স সিলেকশন  কমিটির সদস্য ভুক্ত ৫টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ১৪৩৯জনকে নিয়োগ দেওয়া হবে।  আগ্রহীরা আগামী ২২ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান ও পদ সমূহ :সোনালী ব্যাংক লিমিটেড ৮৪৬,জনতা ব্যাংক লিমিটেড ১০৫,অগ্রণী ব্যাংক লিমিটেড ৪০০,রূপালী ব্যাংক লিমিটেড ৮৫,বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ০৩জন।

পদের নাম : অফিসার (ক্যাশ)।

পদ সংখ্যা : ১৪৩৯জন।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোওর।ন্যূনতম একটি প্রথম শ্রেণি । কোন তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয় 

বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

চাকরির ধরন : ফুল টাইম ।

প্রার্থী ধরন : নারী ও পুরুষ ।

কর্মসংস্থাল: যে কোন স্থান ।

বয়স : ০১ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।  বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের নিয়ম : আগ্রহীরা বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি : রকেট এর মাধ্যমে ২০০টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় :২২ফেব্রুয়ারি ২০২১তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। 

মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

বেসরকারি বিশ্ববিদ্যালয় পথিকৃৎ বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে প্রথম এগ্রীকালচার,নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় পথিকৃৎ বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে প্রথম এগ্রীকালচার,নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় পথিকৃৎ বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে প্রথম এগ্রীকালচার,নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করে। 


বেসরকারি বিশ্ববিদ্যালয় পথিকৃৎ বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে প্রথম এগ্রীকালচার,নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় পথিকৃৎ বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে প্রথম এগ্রীকালচার,নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করে। বর্তমানের ৬ টি অনুষদের অধীনে ১১ টি বিভাগে বিশ্ববিদ্যালয়টির পড়ালেখা করেছে হাজার হাজার শিক্ষার্থী।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ,সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যালএন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নসিং এবং মাস্টার পর্যায়ে এম বি বি এ প্রোগ্রাম ভর্তি হওয়া যাবে।

এখানকার সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্য বীমা। শতভাগ পূর্ণকালীন শিক্ষক দ্বারা পরিচালিত আইইউবিএটির রয়েছে বিশ্বের ২৯ টি দেশের ১০৫ টি নামিদামি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি। এছাড়া বীনা খরচ শিক্ষক শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য রয়েছে নিজস্ব বাস সার্ভিস।

আইইউবিএটি ঢাকার মধ্যে একমাত্র গ্রীন ক্যাম্পাস যেটির ইউআই গ্রীন মেট্রীক ওয়াল্ড ব্যাংকিং ২০২০ অনুযায়ী বিশ্বের ৮৪টি দেশের ৯১২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ২৫৭তম।

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এ বছর ৩০ বছরে পা দিল আইইউবিএটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএ_এর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড.এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবুজে ঘেরা একমাত্র বিশ্ববিদ্যালয় রাজধানীর উওয়ার ২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত ।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)

স্প্রিং ২০২১ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। স্প্রিং সেমিস্টারের ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি করতে পারবেন।

ড়আইইউবিএটিতে ভর্তির বিষয়ে যাবতীয় তথ্য www.iubat.edu/admission ওয়েবসাইট পাওয়া যাবে।

আইইউবিএটিতে এসএসসি বা এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলের উপর রয়েছে ১০০% পর্যন্ত মেধা বৃওি। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫% স্পেশাল বৃত্তিসহ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৯০টি বৃওি।এছাড়া করোনা মহামারীতে নতুন ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয়। স্প্রিং সেন্টারে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তির ফির ওপর শতকরা ৫০ ভাগ এবং টিউশন ফির ওপর শতকরা ১৫ ভাগ ফি কমানোর ঘোষণা দিয়েছে আইইউবিএটি।