join bangladesh air force 2021-joinairforce.mil.bd
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা।
Bangladesh air force এর আবেদনকারীর প্রশিক্ষণ/কমিশন।
bangladesh air force একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে কমিশন প্রধান হবে। ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশনের তারিখ হতে দুই বছর ছয় মাসের প্রবীণতা প্রদান করা হবে।
নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত বা বিবাহিত।
বয়স : 20 থেকে 30 বছর (২৫শে জুলাই ২০২১ তারিখে), বয়সের
ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
উচ্চতা পুরুষ প্রার্থী : কমপক্ষে ৬৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ কমপক্ষে ৩২
ইঞ্চি হতে হবে। প্রসারণ 2 ইঞ্চি হতে হবে।
উচ্চতা মহিলা প্রার্থী : জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি হতে হবে। অন্যান্য কমপক্ষে
৬২ ইঞ্চি হতে হবে। বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি হতে
হবে।প্রসারণ 2 ইঞ্চি হতে হবে।
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী।
চোখ এর দৃষ্টিশক্তি : জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দুই চোখের দৃষ্টিশক্তি 6/6
এবং colour perception standard-I. অন্যান্য শাখার
প্রার্থীদের জন্য বিধি অনুসারে।
Bangladesh air force আবেদনকারী নির্বাচন পদ্ধতি
প্রার্থমিক লিখিত পরীক্ষা : আইকিউ, ইংরেজি, গণিত, অপদার্থ।
প্রাথমিক ডাক্তারি পরীক্ষা।
প্রাথমিক মৌখিক পরীক্ষা।
অন্তবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)।
কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।
বি.দ্র. পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল,ক্যালকুলেটর,ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রার্থীদের আবেদন সঠিকভাবে পূরণে করনীয় :
পরীক্ষার সময় নিম্নবরর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
১.সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসা পত্র এবং নম্বরপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।
২.নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
৩. সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি, (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে)।
৪. বর্তমান অবস্থা বা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃপক্ষ প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
৫. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পার্থীর জন্য অনুমোদিত পত্র।
৬. জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৭. খেলা বা বিভাগীয় পর্যায়ের খেলাধুলার কোন কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি।
৮. দাবীকৃত সম্মানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।
সরকারি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে "Apply Now" এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন ফ্রি বাবদ ১০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।
প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রার্থমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা ওটা কারের ১২ কপি সত্যায়িত ছবি। (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে)। শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের সময়সীমা ১২ই নভেম্বর ২০২০ থেকে ২৮শে এপ্রিল ২০২১ পযন্ত।
প্রশিক্ষণ চলাকালীন বিশেষ সুযোগ-সুবিধাঃ প্রশিক্ষণ চলাকালীন অফিসার ক্যাডেট দের মাসিক বেতন 10,000/- টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রী
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইডিপি) এর অধীনে বিএসসি বা (সম্মান) এরোনটিক্স ডিগ্রী অর্জন।
পার্থীর অন্যান্য অযোগ্যতা।
- সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
- আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রীন্ড আউট অথবা দুইবার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীনড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীর আবেদন করতে পারবেন)।
- যেকোনো ফোজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
- সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
- প্রার্থীর জন্য বয়স ১৯ বছর হওয়ার পূর্বে Refrative Surgery করা হলে গ্রহনযোগ্য নয়।
More job:
bangladesh army job circular 2021
Grameen phone job circular 2021
Bangladesh air force অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুবিধা সমূহ।
ক্যারিয়ার : বিমানবাহিনীতে ইঞ্জিনিয়ার, ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে।
বিদেশে প্রশিক্ষণ : প্রশিক্ষণ প্রাপ্তির পর পেশাগত প্রশিক্ষণ এর জন্য বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে।
উচ্চ শিক্ষার সুবিধা : বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল দেশ-বিদেশে মাস্টার্স এবং পিএইচডি উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে।
সন্তানদের অধ্যায়নের সুযোগ : সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিএউপি,আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম অধ্যায়নের সুযোগ রয়েছে।
দেশ দূতাবাস : বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে সামরিক অথবা সরকারি সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ রয়েছে।
জাতিসংঘ মিশন : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সুযোগ রয়েছে।
বাসস্থান ও রেশন : নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে।
যাতায়াত : বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারে করে যাতায়াতের সুযোগ রয়েছে।
চিকিৎসা : সামরিক হাসপাতালে নিজের সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ রয়েছে। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা-মাতা শ্বশুর-শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট : শর্ত সাপেক্ষে সুদমুক্ত ঋণ ও ডিওএইচএস-এ প্লট প্রাপ্তির সুযোগ রয়েছে।
You will get all job news here at (https://amarkaj24.blogspot.com) So don’t worry to get further notices about join bangladesh air force 2021
0 coment rios: