বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আবেদনের সকল যোগ্যতা,নিয়োগ পদ্ধতি,সু্যোগ সুবিধা,বেতন এবং ভবিষ্যৎ
বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশে মোট চারটি পদে পুলিশ নিয়োগ দেয়া হয়।এক (কনস্টেবল),দুই SI বা (sub inspector), তিন (sargent),চার (সহকারী পুলিশ সুপার)।এর মাঝে কনস্টেবল হলো তৃতীয় শেনীর,Sub inspector এবং sargent হলো দিতীয় শ্রেনীর এবং সহকারী পুলিশ সুপার হলো প্রথম শ্রেণির চাকরি। কনস্টেবল, SI এবং Sargent নিয়োগ হয় পুলিশ সদর দপ্তরে নিজ নিজ জেলা থেকে এবং এএসপি (সহকারী পুলিশ সুপার) নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশনে মাধ্যমে।
Tag: bd police constable job circular 2020,bangladesh police job,bgb job circular, defence job circular, bgb job circular 2019, police constable circular 2019, police constable job circular, bd police job circular 2020
ব্যক্তিগত যোগ্যতা:
প্রথমত অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।তালাকপ্রাপ্ত হাওয়া যাবে না। সব সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য কোনো প্রকার মামলার আসামি হওয়া যাবে না।
শিক্ষাগত যোগ্যতা :
এসএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ পেয়ে পাস করা ব্যাক্তিরায় পদটিতে আবেদন করতে পারবেন।
বয়স:
মুক্তিযুদ্ধার সন্তানদের বা অন্যান্য কোটায় আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছরের হতে হবে। তবে মুক্তিযুদ্ধা, শহীদ মুক্তিযুদ্ধা বা মুক্তিযুদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
শারীরিক যোগ্যতা:
সাধারন মুক্তিযুদ্ধার সন্তান বা অন্যান্য কোটায় পুরুষদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি বুকের মাপ সাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি।নারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি।মুক্তিযুদ্ধা, শহীদ মুক্তিযুদ্ধা বা মুক্তিযুদ্ধার সন্তানের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি বুকের মাপ সাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। উপজাতিদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুক সাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি থাকতে হবে।
বাছাইপর্ব :
এসএসসি পাশের পর পুলিশে join করতে চাইলে কনস্টেবল পদেই join করতে হবে।প্রথমে প্রত্যেক জেলার আবেদনকারী নিজ জেলার জন্য নিরধারিত তারিখে জেলা পুলিশ লাইন মাঠে প্রয়োজনীয় কাগজ পত্র সহ উপস্থিত থাকতে হবে। বাকি কাজ নিয়োগ কাজে নিয়জিত পুলিশ অফিসাররায় করবে।
বেতন ভাতা:
আপনি হবেন একজন তৃতীয় শ্রেনীর এবং ১৭ নং গ্রেডের একজন চাকরিজীবী মূল বেতন হবে (৯০০০) টাকা।মূল বেতনের সাথে আরও কিছু ভাতা পেয়ে থাকেন যা চাকরির স্থান ও নিযুক্তির উপর হয়ে থাকে।
যেমন:মেট্রোপলিটন, বিশেষ শাখা,সি আইডি প্রশিক্ষন প্রতিষ্ঠান, স্পেশাল ব্রাঞ্জ, ড্রাইভার,ট্রাফিক এলাঞ্জ ইত্যাদি।
নিয়মিত বেতন যেমন হবে:(৯০০০) মূল বেতন।
বাড়ি ভাড়া:২০%
অবিবাহিত:১৮০০ টাকা
চিকিৎসা ভাতা:১৫০০ টাকা
ঝুকি ভাতা:১৫০০ টাকা
যাতায়াত ভাতা :৩০০ টাকা
টেলকম ভাতা:৩০০ টাকা
টেলিকম এলাউঞ্চ:১০০ টাকা
মাউন্টেড পুলিশ এলাউঞ্চ:৪৫ টাকা
ধোলাই ভাতা:৮৫ টাকা
পিলি এলাউঞ্চ:৪৫ টাকা
Tag: bd police constable job circular 2020,bangladesh police job,bgb job circular, defence job circular, bgb job circular 2019, police constable circular 2019, police constable job circular, bd police job circular 2020
একজন নতুন কনস্টেবলের মোট বেতন দাঁড়ায় ১৪৬৩০ টাকা। বিবাহ করার পর বাড়ি ভাড়া হয়ে যাবে মূল বেতনের ৪৫% এবং প্রতি বছর মূল বেতনের ৫ % ইনক্রিমেন্ট যোগ হবে। ভবিষ্যতে একজন কনস্টেবলের বেতন দাঁড়ায় ২১৮০০ টাকা। এছাড়া সুযোগ পেলে বিদেশে মিশনে যাবার সুযোগও পাওয়া যেতে পারে।
ধন্যবাদ।।শিক্ষাগত যোগ্যতা :
0 coment rios: